« নীড়পাতা | নিউইর্য়কের রিক্সা » | ভ্রমন বিষয়ক ব্লগ »

সিক্স ফ্ল্যাগস: লস অ্যানজেলস


গত স্প্রিং ব্রেক এ গিয়েছিলাম একটা অ্যামিউজমেন্ট পার্ক সিক্স ফ্ল্যাগস এ। অভূতপূর্ব অভিজ্ঞতা। ওখানে প্রায় ১০/১২ টার মত রোলার কোস্টার আছে। সবচেয়ে ভয়াবহটার নাম এক্সট্রিম। এটার চেয়ার গুলো প্রধান কোস্টারের সাপেক্ষে স্বাধীনভাবে ঘুরতে পারে। ২০০ ফিট উপরে তুলে চেয়ারটাকে ঘুরিয়ে মাটির দিকে তাক করে ফেলে দিল। ভাইরে ভাই মনে হলো পুরো মাটির ভিতর সেঁদিয়ে যাচ্ছি ...

এছাড়া আরো আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোলার কোস্টার, বাঁদুড় ঝোলা রোলার কোস্টার, সাইক্লোন, ডেজাভু, সাপের মতো রোলার কোস্টার, এবং আরো অনেক। রোলার কোস্টার ছাড়া আরো আছে ৩ সেকেন্ডে গতি ১০০ মাইল বেগে চলে যায় এবং শেষে ৬ সেকেন্ড ওজনশূন্যতার অনুভুতি এরকম একটি রাইড, ফ্রিফল - অনেক উঁচু থেকে ফেলে দেয়, ডাইভ ডেভিল - কোমরে দড়ি বেঁধে ফেলে দেয় এবং আরো অনেক।

সেছিল এক অসাধারন মজার একটা অভিজ্ঞতা। সময় এবং সুযোগ পেলে যেতে ভুলবেন না যেন। আর সাহস করে চড়তেও ভুলবেন না। জীবন তো একটাই ....

(প্রথম প্রকাশ: সামহোয়ারইন ব্লগ ২০০৬-০৩-০৮)

আমার সর্ম্পকে

  • আমি
  • বর্তমানে আছি
আমার প্রোফাইল